আল্লাহ কতটা ধৈর্যশীল হলে লাগাতার ছাড় দেন জালিমকে!
অথচ, মজলুম কতই না দুর্বল, ধৈর্যহীন! তাই বাড়ে ঋণ!
পাপের পাল্লা হতে থাকে ভারী! পুণ্যির নেই কোন অর্জন!
হে মহান, আর কত আহাজারি! তাই করি সত্যকে বর্জন!
সম্ভাবনার সকল দ্বার একে একে হতে থাকে চিরতরে বন্ধ!
গিনিপিগের মত পরীক্ষাগারের খাঁচায় ঠাঁই নিয়েছি জন্মাবধি;
অজস্র তন্ত্র-মন্ত্রের প্রয়োগে খেই হারিয়ে ফেলি জীবিতাবস্থায়!
অথচ, প্রভুর নেয়ামতকে অবজ্ঞা করে করি নিজেরই ক্ষতি!
সময় ফুরিয়ে গেলে আকুল হবো সেই দিন, হককে অবহেলে;
যেদিন ফিরে যাওয়া যাবে না, ফেলে আসা পুণ্যকে কুড়াতে!
নিকৃষ্ট মোহ এসে কেড়ে নেয়, স্বস্তির শেষ সুযোগ অগোচরে-
জীবনের দুই কালই নিরাপত্তাহীন হয়ে দহিত হয় অগ্নিশিখাতে!