পরিণতির দিকে ক্রমশ ধাবমান সঙ্কট;
যা লিখা রবে ইতিহাসের নির্মম খন্ডে,
খিলারী খেলে যায় আবরণের আড়ালে
দৃশ্যমান হয় না সিধা, যা করে ভন্ডে!


উত্তপ্ত হতে থাকে প্রতিটি গণনীয় ধাপ;
যেখানে ঘটতে থাকে অবিরত মহাপাপ!
শৃঙ্খলা ভেঙ্গে পড়বে সকলের অজান্তে
অবচিত-নিপীড়িত দিয়ে যায় অভিশাপ।


বিদ্রোহীর বাধায় পালালে শকুনীর ঝাঁক
উর্বর মাটিতে হবে নতুন ধানের রোপণ,
হাসবে আঙিনা জুড়ে পূর্ণিমার পূর্ণ চন্দ্র
বায়বীয় স্বাধীনতার হবে দূরদেশ গমন!


আশার প্রতি ভাঁজে শহীদের খুন ঝরবে
কেড়ে নিতে খোয়ানো আজন্ম অধিকার,
নির্ভীকতা আছে যার সেই হবে সরদার
পতিত বর্গী ভাগবে শেষে হয়ে ছারখার।


বেদনা বিদূরিত হবে পলাশীর ও পাশে
সিরাজ আসবে ফিরে পুনশ্চ নিজদেশে,
মীরমদন-মোহনলাল ফিরবে মৃদুহেসে
সবা’কে সঙ্গে নিয়ে আসবে বীর বেশে।