তখনো পাপড়িগুলো ছিল তরতাজা;
ছিল মনাকাশে রঙের বনেদি বিন্যাস,
বাড়ির উঠোনে ছিল সাজানো বাগান,
দু’চোখে স্বপ্ন নিয়ে এসেছিলে মোহনায়।
স্বাগত জানাবো বলে এসেছিলাম পাশে,
দু’চোখে চোখ রেখে করেছিলে ইশারা!
জোছনার ফোয়ারাতে সেজেছিল রাত;
তখনো হয়নি জানা প্রণয়ের উপনাম,
তখনো আঁকোনি চোখে প্রেমের কাজল!
ভীরু ভীরু পায়ে ছিল জড়তা জড়ানো-
তখনো করনি তুমি মোহনীয় সুধাপান!
তখনো মাখোনি রঙ, হয়নি বাগদান;
তখনো মুখিয়েছিল ফুলে ভরা শয্যা,
আর ছিল হৃদ জুড়ে সুরভিত লজ্জা।