"কর্তাবাবু ধূর্ত ভারি
নাম লেখালেন শাসক দলে;
আগের দলে নেই যে মধু
ভাসুক তারা অথৈ জলে।"


এবার তিনি হবেন বুঝি
অনেক বড় মিনিষ্টার,
গাড়ি-বাড়ি করবে এবার
মানবে না আর হার!


মানুষ নিয়ে ভাবলে বেশি
নিজের ভাগে পড়বে কম,
আগে-ভাগেই সারতে হবে
কখন যেন যায় রে দম!


সামনের বারে ফেল মারলে
আর কি পাবো সেই সুযোগ!
তাই ভাবছি প্রথম বারেই
সেরে নিবো যোগ-বিয়োগ।


যে কথা সেই কর্ম তাহার
ধুমছে করলো শুরু কাম,
পেছন থেকে বিপদ এসে
দিয়ে দিলো চোরের নাম!


আলোচনা বিভাগে প্রিয় কবি সহিদুল হক(দীপ্র কবি)’র "ছড়া লেখার সহজপাঠ ও সমবেত ছড়া’র" মন্তব্যের ঘরে গতকাল প্রকাশতি আমার কবতিাটি আজ তাঁর নামেই উৎসর্গ করলাম।