ছোট্ট বেলায় পড়েছিলাম রাখাল ছেলের গল্প
দীর্ঘ কালের পরে আজও স্মরণ আছে অল্প,
বাঘ এসেছে, বাঘ এসেছে, বলতো রাখাল ছেলে
তোমরা সবাই বাঁচাও আমায়, নইলে খাবে গিলে!


গ্রামবাসীরা দেখতো এসে, হাসছে রাখাল ছেলে
হতাশ হয়ে ফিরে যেত কষ্ট নিয়ে দিলে!
এমনি করেই মাঝে মধ্যে মজা করতো সেও
সত্যি যেদিন বাঘটা এলো, এলো না আর কেউ!


সত্যি যেদিন বাঘটা এসে মটকে দিল ঘাড়
মিথ্যেবাদী ভেবে সেদিন আসলো না কেউ আর!
মিথ্যেবাদীর এমন সাজা হওয়াই তো দরকার
একাল-সেকাল কোন কালেই পাবে না সে পার!