আমার বিশ্বাসকে হেলা কর?
কি এমন ক্ষতি তাতে!
ঘৃণা কর? করতেই পার;
বিশ্বাসের মূল্য যদি জীবন হয়;
তাতেই বা কি এমন আসে যায়!


আমি তো জানি,
আমার কবিতা তোমাদের মত নয়;
ব্যাকরণে অকারণ ধরায় না কাঁপন!
কি তার প্রয়োজন ?
আমার বিশ্বাসের প্রকাশটাই মূখ্য।


অবজ্ঞা-উপেক্ষায় কাঁদে না এ মন,
নিধিরাম ভাবায় তোমাকে;
এটাই বা কম কিসে?


খোদার জমিনে চলে দখলের ত্রাস-
দুর্বলতরকে করতে শোষণ!
আখেরে সবাইকে যবে
কাঠগড়ায় দাঁড়াতে হবে;
কোনটা কার ফাঁড়া, হবেই প্রমাণ!