রোজার মাসে সারাটা দিন
থাকতে হবে অনাহার,
বন্ধ করে রাখতে হবে
ভোগ, বিলাস আর অনাচার।


এখান থেকেই শিক্ষা নিব
ক্ষুধার কত জ্বালাতন,
নইলে বুঝবো কেমন করে
দুখীর অভাব অনটন!


একটি মাসের চর্চ্চা থেকে
সত্য করবো অনুভব,
বাতিল প্রথা বন্ধ করে
গ্রহণ করবো সঠিক রব।


অলসতার নেই তো সুযোগ
আসবে শেষে বিচার দিন,
এমন কর্ম করবো না কেউ
ফেরেস্তারা করবে ঘিন।


জাহান্নামের আগুন থেকে
বাঁচার জন্য করি পণ,
আত্মশুদ্ধির তরে এসো
রমাদানেই করি রণ।