যেখানেই মোহ, ফিতনা সেখানে
কেন করি কোলাহল!
দাঁড়িয়ে আছি পুলসিরাতের পাড়;
ঘোলা করি কেন জল!


সর্বনাশের যা হবার তা হয়েছে
বাকি নেই  বেশি আর,
প্রভুর কাছে যদি করি আবেদন,
যদি হৃদয়টা গলে তার।


সীমা অতিক্রম করে বসে আছি
সে দিকে খেয়াল নেই!
তারপর ও করি বেহুদা বাণিজ্য
বেইমান হই নিমেষেই!


সকাল ও দুপুর গিয়েছে চলিয়া
পাথেয় কি আছে সাথে!
বৈকাল ও সাঁঝ গড়ালে আঁধার;
কেমনে যাব গো রাতে!


চোখেমুখে লাগে গোধূলি ঝাপটা
হৃদয়ে উঠেছে ঘূর্ণিঝড়!
নিরাকার তবু ডাকে ওই পাড়ে
প্রিয়জন থেকো অধীশ্বর।