মরণ আমার অবধারিত;
কি ভাবে কখন কবে সেটা অজ্ঞাত,
দু’ফেটিা চোখের জল ফেলার মত
কেউ আমার এ জগতে নেই তো!


কে জানাবে এতটুকু সমবেদনা!
কে নেবে খবর আর কে দেবে কবর!
কিইবা ছিলাম আমি তারার মেলায়
কারও হাতে সময় আজ নেই তো!


যারা ছিল চলে গেছে দূর বহুদূর
কানে বাজে মাঝে মাঝে হারানো সুর,
কষ্ট দিয়েছি শুধু সারাটি জীবন
আজ সেই ছায়াটুকু নেই তো!


স্বার্থের পৃথিবীতে কেউ নয় আপন,
পর হয়ে গেছে যত বন্ধু স্বজন!
বিশ্বাসে ছিল যেই বড় মহাজন
অকাতরে ধোঁকা দিল সেই তো!


এ পারে সু্খের সাথে হলো না মিলন
কাটিয়ে দিলাম আমি দুঃখের জীবন!
ও পারের কল-কাঠি আছে যার হাতে,
দেবে না সে বিনিময় হয়তো!