গোধূলির মন মাতানো আবির এঁকেছে
হৃদয়ের কোনায় কোনায় আবেগ দিয়েছে-
দিয়েছে ভালবাসা দেহের কারিগর
কে এমন রং বাহারি আজব চিত্রকর?


স্বর্গ হলো মা জননী পিতা শ্রেষ্ঠ নর;
শূন্য থেকে শেষ অবধি নয়তো রে কেউ পর,
বন্ধ ঘরে অন্ধ ছিলাম এখন অবসর
ধনে জনে শ্রেষ্ঠ হয়েও কেউ কি স্বনির্ভর?


বিরহে কে মনের মাঝে উঠায় তুফান ঝড়
কেই বা বানায় কাউকে বধূ কেই বা বানায় বর?
শুভ্র জলে খুনের ছিটা হাড্ডি অতঃপর;
দেহের মাঝে দেহের গঠন এ কার আবিস্কার?


স্বপ্ন দিয়ে মন রাঙালো দিল গোপন ঘর
সে সব ঘরে বসত করে নতুন বংশধর,
করলো তারে পিতা কে রে আসলো দিগম্বর
বানিয়ে দিল কাউকে মাতা কোন সে অধীশ্বর?


কোটি মানুষ বানালো কে ভিন্ন চেহারার
সাদা কালো মিলে ঝুলে গড়েছে সংসার,
কার সাথে কার মিলন হবে কে তার সূত্রধর
সেই মানুষের শেষ ঠিকানা করলো কে কবর?