অমানিশার ঘোর অন্ধকার;
দীর্ঘ রজনী কাটে না আর,
উত্তাল সাগরে জলোচ্ছাসে
প্রভূ বিনে নেই কেউ দেয় আশ্বাস।


প্রতারিত জনপদে চলছে ত্রাস;
নিষ্পাপ মানুষে অকারণে হয় লাশ!
অপবাদে মানুষের নেই বিশ্বাস,
রহস্য একদিন হবেই প্রকাশ।


মিথ্যার মিশ্রণে দুষিত বাতাস;
পাপের ভারে ভেঙ্গে পড়বে আকাশ,
সাগর বেলার মত নারী কি খাস?
দিনে-রাতে সম্ভ্রম হয় কেন নাশ?


ধরণীতে নেই আর আল্লাহর দাস!
খোদার শত্রু ভূমি করিয়াছে গ্রাস!
বিদীর্ণ হবে যবে প্রাণীর আবাস,
রবে না অবশেষে ভোগীর উচ্ছাস!