সেদিন মেঘলা ছিল সারাটা আকাশ
ভেজা রাতে ছিল সাথে দখিনা বাতাস,
আর ছিলে তুমি পাশে মাধুরী অনন্যা
থেকে থেকে বয়ে গেল পুলকের বন্যা!
নূপুরের তালে তালে গেয়েছিলে গান
সুরে সুরে দুলেছিল আমার এ প্রাণ,
কবরীতে গুঁজেছিলে সুবাসিত ফুল
সোহাগীকে ভালবেসে করিনিতো ভুল!


সারাটি রজনী ভরে ঝরেছিল জল
নির্বাপিত করেছিলে হৃদের অনল!
অভিসারী ভালবেসে করেছো পাগল
সহবাসী ভালবাসে যেমন বাদল!
তোমাতে-আমাতে আজ নেই ব্যবধান
নীরবে এসেছ কাছে ভুলে অভিমান।