পৃথিবীর বুক চিরে হেঁটে যায় কাফেলা
রেখে যায় ফোটা ফোটা রক্তের দাগ;
দাবানলে জ্বলে যত বিশ্বাসীর বাগ
বুকে জ্বলে ধিকি ধিকি জীবন্ত আগ!


খুনের দরিয়া দিয়ে ভেসে যায় লাশ
রক্ত বর্ণে সাজে সুনীল আকাশ,
বিনিময় দেবে খোদা কোরে বিশ্বাস
প্রিয়জন ঝরে তবু হয় না হতাশ।


নিপীড়নে তবু ওরা হারায় না হুশ
কলেমা বাঁচিয়ে রাখে ঈমানের জোশ;
কোরআনকে ভালবাসা বলে ওরা দোষ!
তবু ওরা আল্লাহ্ কে করে যায় খোশ।


কেউ কি চিরদিন বেঁচে রবে এ ধরায়?
সকলেই চলে যাবো আসলে সময়;
স্বপ্ন যাবে না সাথে, যাবে না আলয়,
নিভে যাবে ফুৎকারে, এলেই প্রলয়।