হায় স্বাধীনতা! তোমার মূল্য কত?
সুবর্ণ জয়ন্তীকালে হিসেব করি নতুন করে,
রক্তের ঋণ কতদিনে হবে পরিশোধ!
সৃষ্টির শুরু থেকে মানুষ কত স্বাধীনতা পেলো,
তবু থামলো না নিপীড়িত মানুষের আর্তনাদ!
যদিও স্বাধীন বাংলাদেশ আমাদের শ্রেষ্ঠতম অর্জন;
জীবন বাজি রেখে লড়েছেন যারা এই জমিনে,
আজকের এই দিনে তাঁদের সবার প্রতি
করি সবিনয়ে শ্রদ্ধা নিবেদন।


স্বাধীনতা সংগ্রামের শহীদগণ বেঁচে গেছেন!
আর যারা যুদ্ধ করেও বেঁচে আছেন-
তাঁরা আজ বড়ই কষ্টে আছেন!
অথচ, যোদ্ধা সেজে যারা ভোগ করছে,
তারা ধরাকে শরা জ্ঞান করছে!


এ এক ভয়াল ক্রান্তিকাল!
প্রসব বেদনায় দেখেছি কাতরাতে বঙ্গজননীকে!
অতঃপর যদি দৃষ্টি প্রসারিত হতো আগামীর পানে।
মুক্তির আকাঙ্খা জাগ্রত হতো, স্বাধীনতা হতো সুসংহত।
কিন্তু, একটা অনিশ্চিত ভবিষ্যৎ এখনো চোখ রাঙায়!