গত ২৯/০৩/১৯ তারিখে প্রিয় কবি জে আর এ্যাগ্নেস  এর “সুখের আবাস” কবিতায় করা মন্তব্যটাই আজ আসরে তাঁকেই উৎসর্গ করলাম।


সেদিনের পর থেকে বার বার
সত্য খেয়েছে লাগাতার মার!
এরপর যা হবে খুবই পরিস্কার
ন্যাড়া যাবে না বেলতলা আর।


দেশপ্রেম বলে কি আছে বলো!
আদর্শ লালনে কে করে ত্যাগ?
নানা ছলে পলে পলে সকলেই
নানা ঢঙে করে যায় শুধু ভোগ!


সবাই তারকা, তবু অশান্তি ঢের
কোথা থেকে এলো দেশে চোর!
এমন কি কথা ছিল সেদিন বলো;
আঁধার হয়ে যাবে সোনালী ভোর!


প্রলয় বুকে নিয়ে কাটালো রাত-
আজো জোটে না তার ঘরে ভাত!
রক্ত সাগরে ডুবে মরে প্রতিদিন
আর কবে মিটাবে বল রক্তঋণ?