নির্ঘুম রাতে যদি জোছনারা হাসে;
হাসে যদি কবিতার ছন্দ,
অকপটে বলে যাবো হৃদয়ের কথা
বকুল ছড়াবে সাথে গন্ধ।


আনন্দ ছুঁয়ে যাবে প্রেয়সীর চোখ;
ছুঁয়ে যাবে নাকের নোলক,
দু’ঠোঁটে উঠবে ফুটে হাসির ঝলক
শান্ত সমীরে হাসবে দ্যুলোক।


প্রিয় মুখে সুর পাবে কত প্রিয়গান;
উজাড় করে দেবো প্রেম,
নিসর্গের উচ্ছাসে বিনোদিত দেহমনে
মুড়িয়ে দেবো খাঁটি হেম।


মিলন মোহনায় সাগরের ঢেউ এসে
বারবার দিয়ে যাবে চুম,  
ছুঁয়ে যাবে ভালবেসে সুমিষ্ট অধরে;
কেড়ে নিবে স্বপ্নিল ঘুম।