জনতার স্রোতে ভেসে যাবে অনাচার
আবিলতা মুক্ত হবে বদ্বীপের মোহনা;
জননী শয্যাশায়ী! হৃদ মাঝে বেদনা!
শিয়রে স্বেচ্ছাচারী, দুই চোখে ছলনা!


অস্বচ্ছ ধোঁয়াশা কবলিত সুখের রাজ;
নীরবে-অন্তরালে চক্রান্তলিপ্ত ধরিবাজ!
স্বার্থপররা প্রলাপ বকে নানাবিধ রঙ্গে
সার্কাসের জোকাররা নাচে এই বঙ্গে!


কথা কাজে নেই মিল, অস্থির চিত্ত!
গতকাল শত্রু ছিল, আজ হলো মিত্র!
প্রলয়ের শংকায় মনে জাগে মহাভয়
ডিগবাজি দিয়ে তাই চায় বড় জয়!


শরমের মাথা খেয়ে সাজে ওরা সঙ!
তৃণমূল  হাসে দেখে কৌতুকীর ঢঙ!
বিজয় পাবে বলে করে কত কৌশল
পরাজয়ের ঘন্টা ওই বাজে ঢং ঢং!