বাহারি মোড়কে ঢাকা বিষাক্ত সুরা
নিন্দিত হয় নন্দিত জনপদে;
তবুও হেরে যায় নির্মল কাব্য সুধা।
নিসর্গে ঢেলে দেয় কলংকের অভিশাপ-
যেন মেধাবী স্বপ্নগুলো আতঙ্কে বাঁধা!


নরাধম মারে দম কল্কীর ওষ্ঠে
আকাশে বাতাসে হাসে নানা পরী ভ্রষ্টে!
ইথারে ভাসে কত নীতিহীন কথা।
ধর্ষনই দর্শন যেন, আহা কি যে সুখ,
কেউ তো বোঝে না কারও হৃদয়ের দুখ!


অভিসারে পরকিয়া! হেরে গেছে বিশ্বাস!
দুষিত রক্তে নেই আদর্শ, সততার আশ্বাস;
পালঙ্কে মেলে দেয় ময়ূরে পেখম
ময়ূরী আনন্দ লুটে, সম্মান হয় না জখম!
রঙমহলের সুখের আবেশ হরেক রকম!