রণক্ষেত্র প্রস্তুত; প্রস্তুত ঘরে ঘরে বিদ্রোহী!
একদিকে যমদূত, প্রতিপক্ষ মুক্তির সৈনিক।
রচিত হবে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগাম
প্রহসন! রক্তের ভয়াল হোলিখেলা দৈনিক!


ক্ষমতার মোহ‘র নবীন সংজ্ঞা হবে যুক্ত!
রচিত হবে জিঘাংসার কলঙ্কিত ইতিহাস!
একদিকে মোহান্ধের হুঙ্কার, অপর প্রান্তে
অবিচলিত উৎসর্গকারীর বিনম্র উচ্ছাস!


সামনে কঠিন খেলা; এগিয়ে আসছে বেলা
কেউ বা হবে লাশ! কারো হবে সর্বনাশ!
নব নব অঙ্গীকারে বঞ্চিত জনতা বিভ্রান্ত!
কেউ হবে লুপ্ত; পূর্ণ হবে কারো অভিলাষ।


তপ্ত বাতাসে শাণিত হচ্ছে বিভক্ত জনপদ!
মারমুখী অবস্থানে ক্রমশ অপসৃত বিশ্বাস!
অতীন্দ্রি়ভূমি অরণ্য হতে আর কত বাকি!
হতে পারে, এটাই শতাব্দীর ঘৃণ্য পরিহাস!