রুবাই-১৮


কেউ কেউ হতে চায় দলকানাদের হিরো
কেউ বা হয়ে যায়, জনতার কাছে জিরো;
যারা বড় ধুরন্ধর, কথা বলে মিহি সুরে!
বাজিমাতের খেলা খেলে নবীন আর বুড়ো!


রুবাই-১৯


মানুষের উপর মানুষের জুলুম হয়েছে নিরন্তর!
ইনসাফ ছাড়াই দিতো সাজা, নষ্ট ছিল অন্তর!
এখনো হয়নি লয় তার, আছে কিছু অবশেষ;
তাইতো সেই বিষে বিবর্ণ হয়েছে পুরো প্রান্তর!


রুবাই-২০


সামনে অপেক্ষমান সেই সোনালী সকাল
কারণ, পার করছি অন্ধকার রাত্রিকাল!
আবেগী রোদ্দুরে সে দিন করবো সিনান
মুক্তির ছন্দে মিলিত হবে ব্যাপী চিরকাল ।