রুবাই-৮২,


তোমার শ্রুতিকটু কথায় কঁকিয়ে উঠি বুকের ব্যথায়!
তবু, উন্মুখ হয়ে বসে থাকি নতুন ভোরের প্রত্যাশায়,
মাঝে মাঝে আশা এসে নাড়া দেয় মনকে চুপিসারে;
ভাবি, হয়তো ফুটবে ফুল, বসবে পাখি সুখের ছায়ায়।  


রুবাই-৮৩,


তালগোল পাকিয়েও যদি সুর ফিরে পা্ওয়া যায়
তবু কদর্যতার কিছু রেশ হৃদয় কুড়ে কুড়ে খায়!
তাই চরমাবস্থা ঘনীভূত হতে থাকে অজ্ঞাতসারে!
হবে বুঝি স্বপ্নের অপমৃত্যু! ভেবে মরি হতাশায়!


রুবাই-৮৪


জাগরণের ঢেউয়ে দেশে দেশে হয়েছে আন্দোলন-
বিবর্ণ ক্ষণকে ডিঙ্গিয়ে ঘটেছে কত গণবিষ্ফোরণ!
শেষে ক্ষমা করে সবাইকে ভালবেসে কাছে টেনে  
দীপ্তি ছড়িয়ে ইতিহাস গড়েছেন কত বরেণ্য জন।