রুবাই-৬৭


সত্য বলার অপরাধে যদি অপঘাতেও মৃত্যু হয়!
দুঃখ করো না মোটেই, যদি ছালটাও তুলে নেয়!
দু’ফোটা অশ্রু না ফেলে দো’আ করো প্রভু সনে,
বিশ্ব-অসহায়দের তরে, হয় যেন প্রসন্ন সূর্যোদয়।


রুবাই-৬৮


সত্যের সাধক শুধু তারাই হতে পারে,
যাদের নয়ন দিয়ে ত্যাগের অশ্রু ঝরে,
ভোগের সামগ্রী যাদের করে না স্পর্শ!
তারাই মুজাহিদ! আর্তের পক্ষে লড়ে।