রুবাই-১২


নিপীড়িতগণ অবাধ্য হলে বিপদে পড়বে উৎপীড়ক!
বিদ্রোহে চূর্ণ হবে তোমার কাঙ্খিত স্বর্গের মহাসড়ক!
ভ্রান্তির জাল বিছাইও না আর, নিজেই পড়বে ফাঁদে
শয়তানী থেকে বিরত না হলে খামচে ধরবে মড়ক!


রুবাই-১৩


মৃত্যু নামের সেতু পেরিয়ে মুমিন পায় তার মেহবুব
প্রেম বিনিময় হবে তাঁদের, ভালোবাসাও জমবে খুব।
জান্নাতের দ্বার খুলে যাবে তার মিলবে সেখানে সুখ
দুধের সরোবরে সিনান করিয়া প্রশান্তিতে দিবে ডুব।


রুবাই-১৪


নবীজী আমার করেছেন ক্ষমা, নেন নাই প্রতিশোধ;
তাই তাঁর অনুগের দর্শন হ’লো মানবিক মূল্যবোধ।
তবু তাঁর প্রতি জুলুম করেছে আবু জেহেলের গোত্র-
তাইতো নবীজী স্বহস্তে গড়েছেন অন্যায়ে প্রতিরোধ।