বিক্ষুব্ধ মানুষের ঐক্য দৃঢ় হলে অটুট হবে ভ্রাতৃত্বের বন্ধন।
অপ্রতিরোধ্য হয়ে উঠবে জালিমের বিরুদ্ধে জনতার আন্দোলন।
জালিমের গর্ভ থেকে যতই জন্ম নিক নির্মম নির্যাতন,
এটা তাদের দুর্বলতারই বহিঃপ্রকাশ! সেটা্ও হয়েছে উন্মোচণ।
প্রতিবাদের আগুন যদি বিপ্লবের স্ফুলিঙ্গ হয়ে জ্বলে উঠে!
ছড়িয়ে পড়ে যদি দিকে দিকে, হৃদয়ের কোণায় কোণায়!
ভেঙ্গে যদি যায় কারো কারো লালিত স্বপ্ন অকস্মাৎ!
তবে কি বর্ণালী আকাশে উঠবে আবার পূর্ণিমা চাঁদ?
কল্পলোকের আশ্বাসগুলো কি মরীচিকা হয়ে ধোঁকা দেবে?
বিশ্বস্ত নি:শ্বাসগুলো যদি প্রতারণা করে পালিয়ে যায়!
কেউ কি যোগান দেবে একটু আদর করে মিষ্টি প্রশ্বাস!
হিসাবের খাতা যদি এলোমেলো হয় বেলা শেষ না হতেই,
তবে কি কষ্টের ছায়া পিছু নিবে সতর্ক বার্তা না দিয়েই!
তবে কি ছুটির ঘন্টা বাজবে অবেলা, আসবে অমানিশা রাত!