এ দেশ কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়;
জেগে উঠো দলমত, ধর্ম, বর্ণ জনতা নির্বিশেষে
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সমন্বিত আন্দোলনে।


সমক্ষ সংকট কারো একার নয়, সমগ্র জাতির;
আমাদের মাঝে কোন সংকীর্ণতার লেশমাত্র নেই,
অসাম্প্রদায়িক চেতনার বিরল দৃষ্টান্ত বাংলাদেশ।


মনগড়া অজুহাতে চাপানো যাবে না অন্যায্যতা;
এ জাতি বিজয়ীর উত্তরসূরি, মানবে না বশ্যতা,
হে তরুণ-যুবক একতাবদ্ধ হও প্রবঞ্চক রুখতে।


ইয়াবা-হেরোইন-ফেন্সি’র চেয়ে দেশ-জাতি বড়;
এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবার সময় সমাগত,
রুখে দাঁড়াও আরেকবার বজ্র কঠিন অঙ্গীকারে।


হুমকির মুখে নতজানু নই, যতই বাজাও রণডঙ্কা
এবার জ্বলবে দ্রোহের অগ্নি, আর নয় কোন শঙ্কা
অকুতোভয়ে উড়বে লাল-সবুজের নির্ভীক পতাকা।