ততক্ষণই মানুষ আমরা, যতক্ষণ শ্বাস!
দম যদি ফুরিয়ে যায় বলবে সবে লাশ!
গোসলে-কাফনে-জানাজা অথবা দাফন
বলবে না তার নাম, হোক সে প্রিয়জন!


শিশু হয়ে জন্ম নিয়ে ধারণ করবে নাম;
কখনো কিশোর-তরুণ, ছুটবে অবিরাম!
যৌবন-পৌঢ়ত্ব ডিঙ্গালে মিটবে অভিলাষ,
সমাপনী পর্বে তোমায় বলবে সবে লাশ!


সময়ের সাথে সাথে বদলে যাবে গড়ন!
অথচ, আগে বা পিছনে একটাই জীবন!
এই মানুষই পিতামাতা কেউবা ভাইবোন;
স্বামী-স্ত্রী, ছেলে-মেয়ে কত না সম্বোধন!


বিচিত্র রঙ গ্রহণ করে অবশেষে হয় পর!
বিভিন্ন স্তরে স্তরে হয়, কত না রূপান্তর!