এক যে ছিল পাষাণ পুরীর
হিংসুটে এক বুড়ি,
তার যে ছিল পেটে ধরা
রাক্ষুসী এক ছুঁড়ী!


ওরা ছিল দোঁহে মিলে
দানব রাজার ভক্ত,
ক্ষুধা পেলে চিবিয়ে খেত
মানব জাতির রক্ত!


দানব রাজার ছেলে ছিল
তাদের দেহ রক্ষী,
তারা ছিল সেই সময়ের
অপয়া অলক্ষী!


মানব জাতির সুখ দেখলে
দুঃখ পেত খুব,
অমর হবার জন্য দিতো
খুন সাগরে ডুব!


দেশের মানুষ প্রভূর কাছে
করতো মোনাজাত,
তাদের গড়া নরক থেকে
চাইতো রে নাজাত।