আশ্বাসে করে না বিশ্বাস দুঃখী জনগণ;
অঙ্গীকারের বঙ্গীয় রূপ সত্যি নিদারুণ!
ভোটের আগে মমতা জাগে হৃদয় জুড়ে!
কল্যাণমুখী কথা বলে ম্যাও-ম্যাও স্বরে!


সকলই বোঝে জনতা, করার কিছু নাই!
তিন নম্বর বাচ্চার মত শুধুই দেখে যাই!
হাজার রাতের কান্না, করে বিচলিত
মুক্তির ঘ্রাণ চাই, পীড়া করে বিব্রত।


যবনিকার ছবি দেখি বিরাণ ভূমিতে
রক্তের ছাপ জমাট বেঁধে আছে হৃদে!
এখনো শব্দ শুনি, ভেসে আসে কানে;
স্মৃতির পাথার আজো বিষ তীর হানে!


মুক্তির মিছিল থেকে ওই আসে ডাক
ছলনার প্রহারে বাজে না বিজয় ঢাক!
মনে পড়ে জননী-জায়ার ত্যাগ গাঁথা
মনে পড়ে যুদ্ধে যাবার স্বরণীয় কথা।


উৎসর্গের সেই দিনগুলো ছিল জনতার;
বদলে গেছে সুপ্ত রং, মেজাজ তোমার!
তখন তোমার হাতে ছিল না হাতিয়ার
স্বাধীনতা এসেছিল; আসে নাই সুবিচার!