আমি মোটেই শঙ্কিত নই
শুনিয়া মানচিত্রের শত্রুর হুঙ্কার,
লাল-সবুজ পতাকা আমার
হৃদ গভীরের শাণিত অহংকার।


আবরার ফাহাদ, তুমি ধন্য;
ভালো থেকো  জান্নাতের কাননে,
আমিও স্বপ্ন দেখি তোমার মত
শৃঙ্খল মুক্তির, সাম্য চাই সুবিচারে।


সার্বভৌমত্বের পরিপূর্ণ স্বাদ খুঁজি
রক্তে ভেজা মাতৃভূমির আঁচলে,
জননীর লক্ষ-কোটি গর্বিত সন্তান
যদি স্বপ্নহীন হতো, তবে জাতি
হারিয়ে যেত অমানিশার আঁধারে!


কিন্তু, অজস্র প্রতিবন্ধকতা ভেঙ্গে
এখনো স্বাধীনতা মাথা উঁচু করে
দাঁড়িয়ে আছে আকাঙ্খা ছাড়িয়ে
সুনির্মল বসুধার স্বচ্ছ নীলাকাশে।