মানুষের মাঝে পশুত্ব এসে বাঁধিয়াছে দেখো বাসা!
মানবতা কাঁদে এই চরাচরে, হারিয়ে ফেলেছে আশা!


একদিকে ঈদের চাঁদ, অন্যদিকে দ্রোহীর লাশ!
কবি মনও রোদন করে, হয় বেদনায় হতাশ!
পুঞ্জিভূত দু:খ, ব্যথার ঘটে নিরানন্দিত প্রকাশ!


দুর্নিবার আকাঙ্খা যখন বাস্তবতার কাছে হেরে য়ায়,
আবার অনাকাঙ্থা যখন স্বপ্নকে দুমড়ে মুচড়ে দেয়,
তখনই অন্তর্জ্বালা এসে জীবনের সংজ্ঞাকে বদলে দেয়!


যে স্বাধীনতা স্বপ্ন পূরণে ব্যর্থ হয়, তা নিরর্থক;
তবে রাজনীতি যদি পরিশীলিত হয়, তবেই সার্থক।