যুদ্ধ উন্মাদনায় হাতিয়ার বিকিকিনির বাজারও সরগরম!
খাদ্যের চিন্তা বাদ দাও, ক্ষমতা বাঁচাতে চাইলে অস্ত্র নাও,
মানবতার সঙ্কটে কে কোথা রবে সবাই হবে সবার যম!
শয়তান মুচকি হাসে রক্তের হোলি দেখে, বহে তপ্ত বাও!


মোড়ল আড়ালে থেকে নানা রূপ চাল চেলে বাধায় গোল
বুঝে বা না বুঝে হলাহলে তালি দিয়ে বাজায় ঘন্টা-ঢোল!
কেউ বা নানান ছলে পাশ কেটে যায় চলে, আনন্দলোকে
কেউ বা শাণায় অস্ত্র, কারও চোখে অশ্রু ঝরে পুত্রশোকে!


জীবনের গল্প গুলো ইদানীং ভয়ানক মারমুখী পৃথিবী জুড়ে
সাথে থাকে প্রতারণা, অনর্গল মিথ্যার উচ্চারণ রুদ্র সুরে!
তবুও জীবন সত্যই বলে, রুখে দাঁড়ায় স্বাধীনতার স্বপক্ষে
মাতৃভূমির লক্ষ-কোটি সিপাহসালার ভয়ে থাকে না দূরে।


স্বাধীনতার লড়াই বার বার দেশপ্রেমিকদের স্বাগত জানায়
মুক্তির আনন্দ ছিনিয়ে আনে স্বপ্নিল জীবনকে বাজি রেখে,
জালিমরা হেরে যায় চিরকালই সত্যের কাছে নির্মম ভাবে
উত্তরসূরীরা পরম আনন্দ পায় সেই সুমহান ইতিহাস ছুঁয়ে।