স্বাধীনতা সেতো আমার মায়ের মুখের মিষ্টি হাসি
স্বাধীনতা আমি প্রাণের চেয়েও তোমাকেই ভালবাসি।
স্বাধীনতা সেতো আঁকাবাঁকা নদী, সবুজ সোনালী মাঠ
স্বাধীনতা সেতো আমার গাঁয়ের পুকুরের বাঁধা ঘাট।


স্বাধীনতা সেতো রূপালী আকাশে কাব্যিক ঐ চাঁদ
স্বাধীনতা সেতো অবুঝ শিশুর আনন্দ আহলাদ।
স্বাধীনতা সেতো মায়ের ভাষার মুক্ত উচ্চারণ,
স্বাধীনতা সেতো মুক্ত জনতার কাঙ্খিত সুশাসন।


স্বাধীনতা সেতো রাখাল ছেলের মিষ্টি বাঁশির সুর
স্বাধীনতা সেতো কোকিলের কুহু কানে বাজে সুমধুর।
স্বাধীনতা সেতো লাজে রাঙা বধু মেহেদেী রাঙানো হাত
স্বাধীনতা সেতো ফুল শয্যার স্বপ্ন জড়ানো রাত।


স্বাধীনতা সেতো থোকা থোকা ফুল শিল্পীর গাওয়া গান;
স্বাধীনতা সেতো কবির কলম কাব্যিক মহা প্রাণ।
স্বাধীনতা সেতো ঈদের মাঠের প্রাণ খোলা মোলাকাত,
স্বাধীনতা সেতো খোদার কাছে ক্ষমা চাওয়া মোনাজাত।


স্বাধীনতা সেতো লাখ শহীদের নোনতা খুনের স্বাদ;
স্বাধীনতা সেতো বীরাঙ্গনার নিষ্ফল ফরিয়াদ!
স্বাধীনতা সেতো লেজধারীদের হালুয়া রুটির ভাগ!
স্বাধীনতা সেতো হিংস্র পশুর হরিণী ধরার ফাঁদ!


স্বাধীনতা সেতো মায়ের অশ্রু বিধবার আহাজারী!
স্বাধীনতা সেতো স্বপ্ন ভঙ্গ মিথ্যুক অবিশ্বাসী!
স্বাধীনতা সেতো ধর্মদ্রোহী নাস্তিকতার জয়!
স্বাধীনতা সেতো নৈতিকতার নিদারুন অবক্ষয়!


স্বাধীনতা সেতো ফিকে বিবর্ণ ফারাক্কার অভিশাপ!
স্বাধীনতা সেতো অগ্নিপুজারী সত্যের অপলাপ!
স্বাধীনতা সেতো শকুনির নখ, খুন পিয়াসীর ছায়া!  
স্বাধীনতা সেতো নুর হোসেন আর রুবেলের খুন ঝরা!


স্বাধীনতা তবু আমার মায়ের মুখের মিষ্টি হাসি
স্বাধীনতা আমি প্রাণের চেয়েও তোমাকেই ভালবাসি।