ভেসে আসে আযানের সুর, মসজিদের মিনার থেকে;
বিশ্বাসী প্রাণ আনন্দ বেদনার মিশ্র অনুভূতি নিয়ে
দলে-বলে ছুটে চলে মসজিদে, বলে আল্লাহু আকবর!
দুইপাড়ে শান্তি ও মুক্তির তরে অশ্রু ঝরায় বারবার!


আসছে রমজান মাস; সাথে নিয়ে রহমত, বরকত
নাজাত-মাগফিরাত, মুসলমানের মাঝে জাগে সহমত,
মনের পঙ্কিলতা ধুয়ে যায়, মুছে যায় এক নিমেষে-
আল্লাহ্ করলে ক্ষমা, রবে না কষ্ট, কাটবে বিপদ।


এ মাসে বিতন্ডা নয়; নয় পরনিন্দা, ঝগড়া-ফ্যাসাদ,
পুণ্যি পাওয়া তো দূর, বাড়বে অশান্তি, বাড়বে বিবাদ;
ঘরনীর সাথেও নয় দিনে একান্তবাস, এ বড় পবিত্র মাস,
সিয়াম পালন তরে পানাহার ত্যাজী এসো করি উপবাস।


এ মাস দান-খয়রাতের, ধৈ্র্য ধারণ আর কল্যাণের;
এ মাস ইবাদতের, গরীব-দুখী মানুষকে ভালবাসার,
রমজান মাসে মিথ্যাচার-অত্যাচার করি যদি পরিহার
জাহান্নামের আগুন থেকে প্রভূ আমায় করবেন পার।


এ মাসেই এনেছিলেন জিবরাঈল (আঃ) আঁধার গুহায়
শ্রেষ্ঠ নবীর প্রতি মানব জাতির তরে উৎকৃষ্টতম বিধান;
আল্লাহ্’র প্রেরিত জ্যোতির্ময় শেষ বাণী আল কোরআন,
শতকোটি হাফেজের হৃদয়ের গভীরে যা আছে অম্লান।