রাখাল ছেলে বাজায় বাঁশি
কদম গাছের ছায় বসে,
গরুর দিকে শিং উঁচিয়ে
এগিয়ে চলে বন মোষে!


তাই না দেখে ছাগল ছানা
তিড়িং বিড়িং দিচ্ছে ছুট,
ডাকতে ডাকতে ভেড়ার পালে
ভয়ের চোটেই হচ্ছে ফুট!


বাঁশি ফেলে রাখাল ছেলে
লাঠি নিয়ে যায় তেড়ে,
লাঠির ঘায়ে বনের মহিষ
পালিয়ে গেল লেজ নেড়ে।


বীরের বেশে রাখাল শেষে
ফিরিয়ে আনে সব পশু,
আনন্দে তাই নাচছে দেখ
ছাগল ভেড়ার সব শিশু।


তোমরা কিন্তু ভয় পেয়ো না
ছাগল ভেড়ার মত,
বীরের মত এগিয়ে যাবে
বিপদ আসুক যত।