কে না জানে, সবার উপরেই ঝুলছে শাঁখের করাত!
কিন্তু এই ভেবে বিস্মিত হই তুমি আজো অবিজ্ঞাত!
তওবা করার ধুম পড়ে গেছে এখনো ছাড়ো হুঙ্কার!
রাত্রে-দিনে চলছে জানাযা! নেই কি কারণ শংকার?


সংযত হও, পর্দা সরাও, সামনে দেখো পথের শেষ;
যতই ভালোবাসি আমি, ছাড়তে হবে সোনার দেশ!
পোটলা গোছাও-আখের সাজাও, যা করেছ উপার্জন
কেউ রবে না কারো পাশে, ভুলে যাবে সব স্বজন।


এখনো ব্যস্ত আছি বিদ্বেষে! জাহির করি আমিত্মের!
দম্ভে ধ্বংস করি বিনম্রতা, দাবী করি সার্বভৌমত্মের!
সার্বভৌমত্ম কার? যে জন অর্জন করবেন সে জ্ঞান;
তাঁরই হৃদয় জুড়ে জ্বলবে নূর, তিনিই হবেন বিদ্বান।