নিঠুর পৃথিবী যাচে না প্রশান্তি, চায় মানুষের খুন
মানব জাতিকে দেয় উপহার, অবৈধ দানব ভ্রুণ!
সর্বদা করে শুধু পাপাচার, কেড়ে নেয় কত প্রাণ
অপরাধী মন করে না স্বীকার, মহান স্রষ্টার দান!
মানে না বারণ, ললাট লিখন, খুঁজে মরে পর ধন;
রাজনীতি করে জনতার নামে, ভোগের তরে রণ!
আপনারে ভাবে রণবীর ওরা, অবিরত করে পণ,
ব্যথা দিয়ে মনে কেড়ে নেয় সুখ, সারা দিন-ক্ষণ!


জনতার অধিকার করে না স্বীকার , রাখে না মান,
হয় না নতজানু আল্লাহ্ সমীপে, ছড়ায় স্বপ্ন ঘ্রাণ!
মাদক বিহীন কাটে না প্রহর, কাটে না একটি দিন
শহীদের খুন চেটেপুটে খায়, স্বীকার করে না ঋণ!
সখীর সঙ্গে মাতে অভিসারে, নিশীথে বাজায় বীন
সহসা পৃথিবী পাবে না নিষ্কৃতি, ওরা যে বড়ই হীন!