কদাকার দর্শনে পৃথিবী হয়েছে বিবর্ণ!
মুক্তির আকাঙ্থা তীব্রতর হলে
বাধার দেয়াল হবে চূর্ণ।


স্বপ্ন বিলাসী মন প্রাপ্তির প্রত্যয়ে প্রচন্ড!
তাইতো আবেগে মেনে নেয় দন্ড।
হঠাৎ বাজিমাৎ করে ভন্ড!


সত্যের ঋতি  মন্থর  অতি, করে  আকৃষ্ট,
মিথ্যার  বিস্তৃতি  পায় বিদ্যুৎ গতি,
যদিও  তা  অতিব নিকৃষ্ট!


জনতার  অমিয়  প্রতাশা  নির্মল যদি  হয়
মুক্তির বার্তা যোগাবেই প্রত্যয়;
নিদ্রাহীন রুদ্র ধরায়।


জীবন-বান্ধব নয় মুমূর্ষু পৃথিবীটা আজ!
ইমাম আসবেই সেজে রণ সাজ;
এপারে গড়বে শান্তির রাজ।