বিশ্ব রাজনীতির গতিপথ কি পৌঁছাবে শান্তির ঠিকানায়?
ব্যর্থতার দায়ভার কেউ নেয় না, এড়িয়ে যায়!
তবে, কেউ না কেউ তো অবশ্যই থাকে অতি উৎসাহী!
তাই, শেষে গিয়ে পড়ে তারই অশালীন গায়!


বারুদের কালো ধোঁয়া আকাশ ছেয়ে যায় কুন্ডুলি পাকিয়ে!
লাশের মিছিলে একে একে দাঁড়িয়ে যায় মানুষ!
বিজেতা আনন্দে নাচে, নতুন স্বপ্ন দেখে রংধনুর রং মেখে,
নির্জিতের শোকে ফুটো হয়ে যায় তার ফানুস!


শক্ত পোক্ত শেষে থাকে কয়জনা? বয়ে যায় অশ্রুর বন্যা!
ছোপ ছোপ রক্ত! রঙিন আকাশে উড়ে মেঘ!
বিরহের যাতনায় উদাসী আঁচল উড়ে, ভুলে যায় মোহনা,
ছন্দপতনে ভুলে যায় সুর, বাড়ে কান্নার বেগ!


পরিশেষে, ওরা আসে বিজয় পতাকা হাতে, কোরে কলরব:
নতুন সীমানা আঁকে, ফেলে দিয়ে পুরাতন চিহ্ন,
নতুন আবাস গড়ে-আবাদী জমিন হাসে, বাড়ে ঢের আহ্লাদ,
ফেলে দেয় পরমানন্দে, ছিল যত রুগ্ন-জরাজীর্ণ।