প্রভাতে আলোর দেখা মিলবে হয়তো বা
আগামী কোন এক সুন্দর বিজয়ের ক্ষণে,
সবুজ গাছের ছায়ে বিছিয়ে স্নেহের চাদর
মিলিয়ে নিও প্রেমসুধা, মমতা মনে মনে।


আবার আসব ফিরে, তোমার চরণ ছুঁতে
নতুন করে পুনঃ বিজয়ের সুসংবাদ নিয়ে,
যে বিজয় ছড়িয়ে দিবে জীবনের আলোক;
অন্তরায় কেটে যাবে প্রশান্তি ছড়িয়ে দিয়ে।


তোমার কষ্ট মাগো জমে গেছে অনেকগুন
মনে হয় পারবো না করতে মা পরিশোধ,
তবু আকাঙ্খা লালন করি হৃদয়ের গভীরে
যদি পারি সফল হতে তাই গড়ি প্রতিরোধ।


যদি করো আশীর্বাদ মিলবে বিজয়ের স্বাদ;
তোমার মস্তকে পড়িয়ে দিব সোনালি তাজ,
সাম্য আসবে ফিরে সত্যের জমিনে আবার
সবুজের সমারোহে আসবে ফিরে শান্তিরাজ।