স্নেহ ভাজনের মায়ামুখ দেখে
জেগেছিল প্রাণে আশা,
কালের স্রোতে ধুয়ে মুছে গেছে
জমপেশ ভালবাসা!


পাখির মত কোরে ঠোঁট  মুছে
ভুলে গেছে সব তারা,
স্মৃতির গহীনে খুঁজে মরি আমি
পাই না তো কারও সাড়া!


নানা অপবাদে রঞ্জিত আমি
দেখে যাই অভিনয়,
তাদেরই স্বার্থে রক্তের বন্ধনে
হয়েছিল পরিচয়।


জননীর কোলে উঠেছিল দুলে
সারি সারি সন্তান,
স্মৃতির পাতায় জমে গেছে ধুল
তবু করি মন্থন!


গোধূলি বেলায় মনে পড়ে যায়
অতীতের কত কথা,
অনলে জ্বলেছি সারাটি জীবন
নিয়ে যাব সেই ব্যথা!


সুখের সোপান রইলো গোপন
হলো না গো পরিচয়,
কি যে নিয়ে আমি যাব ঐ পার
নেই কিছু সঞ্চয়!


মায়া মমতায় কেটেছে সময়
শুধুই মায়ের সাথে,
বাকি দিনগুলো কাটিয়েছি আমি
জোছনা বিহীন রাতে!


তবু সান্ত্বনা নেই মন্ত্রণা
ছোট এই পরিসরে,
মধুমাখা মুখ ভরিয়েছে বুক;
প্রিয়জন হাসে ঘরে!