নীরবে নিঃশব্দে যদি, চলি তাঁর পথে
গোপনে নির্জনে যদি, ক্ষমা চাই রাতে,
হয়তো মার্জনা পাবো, মনে রাখি আশা
নিশ্চয়ই পাবো তাঁর, প্রেম-ভালোবাসা।
খোদার বিধান যদি, মেনে চলি সবে
প্রশান্তি আসবে ফিরে, এই প্রিয় ভবে,
আলেয়ার পিছে পিছে, ঘুরে ঘুরে মরি
সবকিছু ছেড়ে এসো, সোজা পথ ধরি।


হয়তো মহান খোদা, করবেন ক্ষমা
হিসেবের ঘরে পুণ্যি, করবেন জমা;
এসো মাখি সারা গায়ে, তাঁহার সুবাস
কেউ নেই তাঁর মত, করবো বিশ্বাস,
বেলা শেষে তিনি যদি, করেন গ্রহণ
তবেই সার্থক হবে, আমার মরণ।