বলতে পারো উপাধিটা
কসাই হলো কেন?
এমন কিছু কর যাতে
সুনাম বাঁচে যেন।


যাদের পিছে দেশ-জনতা
ঢালছে কত টাকা,
পাশ না করেই ছুটছে দেখ
তিলোত্তমা ঢাকা!


রোগের কারণ পায় না খুঁজে
চালায় ছুরি, চাকু!
ফিসটা গুনে এমন ভাবে,
যেন ওরা ডাকু!


বেতনটা নেয় রাষ্ট্র থেকে
কাজ করে ক্লিনিকে!
সেবার চেয়ে নজর বেশি
অর্থ কড়ির দিকে!


একই রুগীর নিকট থেকে
টাকা নেয় বারবার!
রোগ সারুক আর নাইবা সারুক
খামছে ধরে ঘাড়!


সেবার যদি এই নমুনা,
জুলুম তবে কি?
রুগীর পকেট কেটে খাচ্ছ
খাঁটি গাওয়া ঘি!