আসন্ন দুর্বিসহ বিষন্নতা ঝলমলে প্রফুল্লতা
করবে সমূলে গ্রাস, তামাম দুনিয়ার অলি-
গলি-রাজপথসহ সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে দিবে
আশরাফুল মাখলুকাত এর অফুরন্ত লাশ!
অচিরেই শুরু হবে ‘মালহামা’ বিশ্ব জুড়ে;
ভূলুন্ঠিত হবে মানবতা পারমানবিক বোম
আর প্রাকৃতিক দুর্যোগে মরবে সংখ্যাতীত
মানুষ অভাব-অনটন, শোকে আর রোগে!


বদলে যাবে ধরণীর মানচিত্র, মরবে শত্রু
আর মিত্র, বারুদের ধোঁয়ায়, উত্তাপে হবে
উত্তপ্ত জনপদ! ধর্ষণে হয়ে যাবে অপবিত্র!
অগনিত লাশে ভরে যাবে খাল-বিল-নদ!
হিংস্রতা বাড়বে সবার মাঝে অদম্য দ্বন্দ্বে!
হাসবে তখন ইবলিশ শয়তান মহাআনন্দে;
ধ্বংসস্তুপে হারিয়ে যাবে জীবনের আখ্যান
হৃদয়ের অনুভূতি দুমড়ে-মুচড়ে হবে ম্লান!


অতঃপর কোন একদিন থেমে যাবে ঝড়!
ছড়িয়ে-ছিটিয়ে রবে ধ্বংসের মলিন চিহ্ন;
চারিদিকে শেয়াল-শকুনে ছিড়ে খাবে ধর
বুকফাটা ক্রন্দনে কাঁপবে আরশ-মহাশূন্য!
বৃষ্টির অঝোর ধারায় জমিন হবে পরিচ্ছন্ন
আবার জন্ম নিবে চতুর্দিকে বসতি-অরণ্য;
জমবে প্রেমের খেলা, বসবে জীবন মেলা
শান্ত সমীরে আবার ভাসবে শান্তির ভেলা।



বিঃ দ্রঃ- মহানবী হযরত মোহম্মদ (সাঃ) এর
রেখে যাওয়া পবিত্র হাদিসের আলোকে রচিত।


‘মালহামা’> বিশ্বযুদ্ধ