প্রশান্তির খরায় আজ বিষন্ন হৃদয়!
একটা অদৃশ্য হাহাকারে ঝরে অশ্রু,
নীরব কান্নায় হতাশা করছে গ্রাস!
উম্মাহ’র সংকটে ভিজে যায় শ্মশ্রু!


তবু সান্ত্বনা, বিনাশ হবে সভ্যতা;
নিঃশেষিত হবে জনপদে মানবাত্মা,
ঘাতক-নিহতরা সবাই মরে যাবে
ধ্বংস করলে বিশ্ব সৃষ্টির বিধাতা।


হৃদয়ের জমিনে যতই বসুক মেলা
গোধূলি আসলেই সাঙ্গ হবে খেলা,
কোন তীরে ভিড়বে কাদের ভেলা
তখন ভাগ হবে সাদা আর কালা।