অনেকের মনে থাকে কিছু কষ্ট অমলিন
যা সৃষ্টির আড়ালে দহন করে নিত্যদিন!
অমিত্র আমার পর নয়, শত্রু আমার ঘর,
যেখানে লুকিয়ে খাকে সুখবিনাশীর চর!
অন্তরালের স্রষ্টা জানে দোষ করেছি কত
তার চেয়ে অনেক বেশি হৃদয় করে ক্ষত!


রক্তক্ষরণ শুরু হলে দুঃখে কাঁদি রাত্রিদিন
বিদ্বেষী মন সুযোগ খোঁজে করবে স্বপ্নহীন!
আমি আড়াল থেকে আভাস পাই গর্জনের,
বড়াই করে মত্ত হয়ে বেশি কিছু অর্জনের!
তখন আমি নীরব থেকে, সময় করি পার
হয়তো খোদা মুক্তি দিলে খুলবে রুদ্ধদ্বার।


ছন্দহীনের বন্দনাতে অভ্র যেদিন হবে লীন
চূর্ণ হবে অহম তোমার, করবে কি সেদিন?
আঘাত তোমার জমে জমে ঝরায় অশ্রুবৃষ্টি
তখন আমার কষ্ট দেখে কাঁদতে থাকে সৃষ্টি!
তখন তুমি হাসতে হাসতে, প্রকাশ কর হর্ষ
সে দিন বুঝি নয় বেশি দূর, হবে যে বিমর্ষ!