ছোট্ট একটা স্বপ্ন নিয়ে
ছোট্ট একটা ডিঙ্গি নায়,
ছোট্ট একটা পাল উড়িয়ে
উজান পথে এগিয়ে যায়!


পথের দিশা নেই জানা
অচিন পথে রাত কানা,
ভরসা শুধু সেই মহাজন
যার কাছে পায় সান্ত্বনা।


জীবন যুদ্ধে নয় পাকা,
যাত্রী চারজন খুব বোকা!
আঁধো-আলো আঁধো ছায়া
পথের বাঁকে খায় ধোঁকা!


থমকে যাবে ডিঙ্গি নাও
বাতাস যদি ঘুরে যায়,
থেমে যাবে ভাটার টানে
চর-ই হবে অন্তরায়!


অমানিশার অন্ধকারে
পথ হারাবে পাচ্ছে ভয়!
পূর্ণ শশীর চন্দ্রিমাতে
পৌঁছে যাবে সীমানায়।