ওরা ছিল দুর্দান্ত সাহসী
তবে সন্ত্রাসী নয়,
ছিল ওরা প্রচন্ড প্রতিবাদী
তবে হামলাকারী নয়,
নেতার নেতৃত্ব মেনে নিয়ে
করেছিল যুদ্ধজয়।  


কেউ কেউ ছিল কিশোর মুক্তিসেনা
তবে মোটেই বেহুদা নয়,
যুদ্ধ শেষে পাঠে ফিরে গেছে
কোন সংসদে নয়,
তবে কিছুদিন ছিল যোদ্ধা শিবিরে
দেখেছে নীতির ক্ষয়!


লুন্ঠিত মালামাল হয়েছিল উদ্ধার
তবে বিতরণের তরে নয়,
ক্ষুব্ধ হয়েছিল, ঝুঁকিও নিয়েছিল
কিন্তু দেখেছিল প্রাণ সংশয়!


রাজনীতিকের ভুল চালে পড়ে
দেশ-জাতি নিরূপায়,
জুলুম রুখিতে প্রতিবাদী যত
ঐক্যবদ্ধ হয়।


অযুত জননী পুত্র হারিয়ে
ভেঙ্গে পড়ে কান্নায়,
তবুও নিঠুর নিয়তির ছলে
হলো স্বপ্নের পরাজয়!


এ ভাবেই বুঝি খোদার জমিন
গজব যোগ্য হয়!
অহংকারীর স্বপ্ন সৌধ
হয়ে যায় ধূলিময়!


বিঃদ্রঃ- কবিতাটি ১৩/০২/৯৮ তারিখে রচিত।