কে কার মুক্তির দায় নিতে পারে!
যে সাগরের জলরাশি শুষিতে না পারে!
স্বপ্ন রচনার অধিকারও তারই;
যে রজনীর আঁধারকে চন্দ্রের জোছনায়
আলোকিত করে।
ক্ষমতার অহমিকা কি কারণে কর,
যদি আকাশের নীল কে ছুঁতে নাহি পার!
জনতাকে মেরে গাও জীবনের গান
স্বীয় অধঃপাতকে রুখিতে কি পার?
হুঙ্কার গর্জনে কি প্রমাণ হয়?
যদি এক দানা শস্যকণা বানাতে না পার!
জননীর চোখে কেন অশ্রু ঝরাও,
যদি এক ফোটা বৃষ্টিও ঝরাতে না পার!
প্রকৃতির প্রতিকুলে যুদ্ধ না করে
সভ্যতা বিনাশের ইতিহাস পড়,
নির্মূল–দমনের অধিকারও তারই-
সৃষ্টির অহংকার শুধু যার আছে।