তোমাদের মতই আমারও কিছু স্বপ্ন ছিল;
কিন্তু, কি অবাক কান্ড, তোমরা বোঝইনি,
আসলে মনে হয়, তোমরা বুঝতে চাওনি!
বেশ ভালো, তবে কতদিন ভালো থাকবে?
এইযে মাঝে-মধ্যে তোমরা রিচফুড খাও;
কয়দিনই বা স্বাদটাদ মনে রাখতে পারো?
আমার কথা ছাড়, তোমাদের জন্য ভাবি,
এই সুখ, এই আনন্দ চিরস্থায়ী হবে তো?


আমারতো কোন দুঃখ-কষ্ট থাকতে নেই!
কারণ, আমার জন্ম নেয়াই ছিল অর্থহীন!
তোমরাও তো তেমনটাই ভেবে বসেছিলে,
ফাই-ফরমাস খেটে-খুটে কোনো একদিন
ঠুস করে মরে যাবো, ফুরিয়ে যাবে গল্প!
কিন্তু, কেন যেন পরিণতি তেমনটা হয়নি!
বেড়িয়েছিলাম আপন কর্ম পথের সন্ধানে,
ভাগ্যান্বেষণের পথ ততো সোজা ছিল না।


অতঃপর কেটেছে দীর্ঘপথ; যদিও দেখিনি
তোমাদের অনেক দিন; হয়তো বা ভালো
আছো আগের মতই, যেমনটি চেয়েছিলে।
আমি আর কেমন থাকবো! বেঁচে আছি!
যার কোন স্বপ্নই ছিল না, সে কি মানুষ?
তবে কিছুদিন থেকেই শুনছি, বিশ্বে নাকি
একটা পরিবর্তন আসছে, তোমরা মানো?
আমাকে বিশ্বাস করতেই হবে মনে-প্রাণে।


কারণ, সেখানে লুকিয়ে আছে ঢের শান্তি;
আমি তো তোমাদের চিনি, তাই কষ্ট হয়,
কিন্তু, মানুষ কতই না অসহায় অবনীতে!
যেখানে স্থায়ীত্ব বলে কিছুই নেই মানুষের!
হায় আফসোস! সকলই রেখে যেতে হবে-
আঁটসাঁট মাটির প্রকোষ্ঠে একা, শূন্য হাতে!
ওপারে কিন্তু তোমাদের সাথে আমার কিছু
হিসেব বকি আছে, সেখানেই মিটমাট হবে।