শেকল ভাঙ্গার গান যারা গায়
তারাই হলো শ্রেষ্ঠবীর,
ভাঙ্গবে তবু মচকাবে না
রইবে তারা উচ্চশির।


ন্যায়ের পথে তুলবে তুফান
গড়বে তারা শান্তিনীড়,
তাদের ভাষাই সত্য ভাষণ
ঝরাবে না অশ্রুনীর।


স্বপ্ন তাদের নয় রে পেশা
ধরাবে না মনে চিড়,
লক্ষ্যে তারা পৌঁছে যাবেই
বাধা ভেঙ্গে বিপত্তির।


শেকল ভাঙ্গার গান যারা গায়
তারাই হলো শ্রেষ্ঠবীর,
ভাঙ্গবে তবু মচকাবে না
রইবে তারা উচ্চশির।


পাহাড় কেটে উঠবে চূড়ায়
শান্ত ওরা নয় অস্থির,
হাজার রাতের আঁধার শেষে
দেখা পাবে সে রশ্মির।


লড়াই করেই করবে আদায়
ধার ধারেনা স্বীকৃতির,
জীবন দিয়েই আনবে বিজয়
স্বপ্নচূড়ার সে মুক্তির।


শেকল ভাঙ্গার গান যারা গায়
তারাই হলো শ্রেষ্ঠবীর,
ভাঙ্গবে তবু মচকাবে না
রইবে তারা উচ্চশির।